পরিজ কী? পরিজ এক ধরণের জাউ জাতীয় খাবার যা মূলত বানানো হয় ওটস্ দিয়ে। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশ কাজে দেয়। আর বাচ্চাও পায় একটু ভিন্ন ধরণের খাবার। পরিজে থাকা ওটস্ একই সাথে কার্বোহাইড্রেট-এরও আদর্শ উৎস, যা বাচ্চাদের দেহে শক্তি যোগায়। এছাড়া পরিজে দুধ কলা যোগ করলে এর পুষ্টিগুণ বেরে